তুমি খোলা চুলে আরও বেশি করে আমার…
কালো চুলের মেঘের মতো ঢেউ চেনালে,
স্পর্শ দিলে, ভেজা মাটির গোপন যতনে ;
সামনে যেদিন এসে দাঁড়ালে খোঁপা খুলে,
সেদিন জেনেছিলাম রূপের অন্য এক মানে |
তুমি খোলা চুলে আরও বেশি করে আমার…
ঘাটের পারে যেদিন তোমার কপাল ছুঁয়েছিলাম,
অস্ত যাওয়া বিকেলে – কোমল লালচে আকাশ ।
কালো চুলের কয়েকটা আনাচে কানাচে অভিরাম ,
ঘামে ভিজে লেপ্টে ছিল গাল – চিবুকের আশপাশ ।
তুমি খোলা চুলে আরও বেশি করে আমার…
খোলা চুলের সেই ছবিটা , তুমি মুক্তপানে চেয়ে
পিঠের ওপর নেমে আসা বিশাল তরল ঢাল ,
সেই তো তুমি ! চোখ বুজলে দেখতে পাওয়া মেয়ে ,
চুল যেন নয় তা , মন চুরির অমোঘ বরুণ জাল ৷
তুমি খোলা চুলে আরও বেশি করে আমার…
ডুব দিয়েছি আধার বেলায়, খোলা চুলের বিতস্থায়,
ম্লান হয়েছে রজনী-গোলাপ , সিক্ত কেশীর সুবাসে ৷
প্রেমিকা তোমার কোলে নিবিড় নরম আস্তানায় ,
শায়ীত আমি খোলা চুলের ছায়া শীতল আবেশে ।
তুমি খোলা চুলে আরও বেশি করে আমার…