শব্দেরা ভালো বন্ধু আমার।
আমার মন খারাপের ওষুধ নেই,
আমার ভালো থাকার কারণ নেই;
আমি তবুও পড়ি,
অনেক গল্প পড়ি রোজ,
আমি নিজেকে খুঁজে পাই।
শব্দেরা ভালো বন্ধু আমার।
আমি রোজ ভাঙি, রোজ গড়ি,
আমি স্বপ্ন হারিয়ে রোজকার মতো মুখ থুবড়েও পড়ি;
আমি তবুও স্বপ্ন দেখি,
খাতার পাতায় শব্দ সাজিয়ে স্বপ্ন আঁকি রোজ—
আমি বাঁচার কারণ খুঁজে পাই।
শব্দেরা ভালো বন্ধু আমার।
আমি চুপ করে বসে থাকি,
ব্যালকনিকে বৃষ্টিরা ছুঁয়ে যায়, আমি আলগোছে চোখ রাখি,
আমার চোখেও নামে হাজার বৃষ্টি, আমি গা করি না;
আমি তবুও সুখে বাঁচি,
বৃষ্টির জলে নৌকা ভাসাই, তার গায়ে খেলা করে শব্দ
আমি এভাবেই সুখে বাঁচি।
আমি দারুন সুখী নয় তবু, দারুণ স্বাপ্নিক নই
তবুও, আমি ভালো আছি।
কারণ শব্দেরা, ভালো বন্ধু আমার…