আমরা সবাই হেরে যাই!
হেরে যাই তীব্র ইচ্ছাদের কাছে,
নিজেদের বিশ্বাসের কাছে।
হেরে গিয়ে একা থাকি;
ভিতরে-বাইরে, বিকেলের ছাদে,
ফুলেরে বাগানে― সবেতেই থাকি একা।
শূন্যতায় যখন ভিতরের দেশটা পরিপূর্ণ হয়,
তার ওজন কমাতে দু’ফোঁটা জলও ঝড়াই!
তবুও তো মানুষ বাঁচে!
মৃত্যু আছে জেনেও হাসে, বেঁচে থাকে।
বাঁচতে হবে বলে বেঁচে থাকে,
নিজের সবটা হারিয়ে বেঁচে থাকে।।
হেরে যাই
Facebook Comments Box