“দেখা হল বছর চারেক পর, তুমি এখন অন্য কারোর ঘর। “
তুমি এখন অন্য কারোর স্বপ্ন, অন্য কারোর আশা,
আজকে আমি থাক, তুমি তাকেই দেখাও তোমার ভালোবাসা।
স্বপ্ন তো আমাদেরও ছিল, ছিল মনের বাঁধন,
শুধু গিঁটটাই আলগা হল, বৃথাই গেল সময়ের সেই সাধন।
হাতটা তো আমরাও ধরেছিলাম, ভালোবাসব বলে একসাথে থাকব বলে,
আজকে তাও যদিবা তোমাকে দেখি, আচ্ছা কেন এত অচেনা হলে?
রাস্তার পাশে তোমার ঝলমলে ওই বাড়ীটা, আর তোমার পোষা ময়না,
সবটাই যে তোমার হল, কেন ওরা তবু আমার হয়না?
আমিও তো থাকতে চেয়েছিলাম, সুখে রাখতে চেয়েছিলাম তোমাকে,
তবু আজ মোহনা আলাদা হল, গতিপথ বদলে গেল ভিন্ন বাঁকে।
যাই হোক, বলব শুধু কতটা ভালো আছ ঠিক?
সবচাইতে বেশি নাকি সবটাই বেঠিক?
ভালোবাসাটা মরল আহা, চোখের সামনে যন্ত্রণাতে, ছটফটিয়ে,
তুমি বেশ সুখেই আছ, আমি আজ প্রলয়ে নিজেকে দেব লুটিয়ে…
ভালো আছি, থাকতে শিখে গেছি, অনেকটা ভালো।
আসলে মিথ্যেটা মিথ্যেই হয়, অন্ধকার ঘোঁচাবেই মনের আলো।
তবুও বলব, ভালো থেকো, মনের মাঝে মনকে রেখো,
কাউকে উষ্ণ পরশ দেবার আগে তার দিকটাও পারলে ভেবে দেখ…