ছদ্মবেশী দুশমনেরাই দোস্ত সেজে আসে

ছদ্মবেশী দুশমনেরাই  দোস্ত সেজে আসে।
ট্র‍্যাফিকের ক‍্যকোফোনিতে শব্দ পচে মরে।
ঝাপটা হাওয়ায় চোখ ছুঁল ক্লিভেজ।
আদুরে ছদ্মবেশী চুমু টা থাক নেপথ‍্যে।

দিগ্বিদিক খোলা চুল গড়াচ্ছে বিছানায়।
লিখতে পারিনি তবুও কিছুই।
দুরাত নিদ্রাহীন! আঙুলে খুব ব‍্যথা।
স্নান খাওয়া ছেড়ে হন্তদন্ত হয়ে এপাশ ওপাশ ছোটা!

মায়াবী চোখ কালবৈশাখীর ডাক পাঠায়।
বসন্তেও শ্রাবণের তুমুল বৃষ্টি নামায়।
ছদ্মবেশী প্রেমিক প্রেমিকা প্রেমের ছদ্মবেশে!
কবিতা পোড়ে নগ্নতার তপ্ত আঁচে!

মেঘ ডাকছে। অশনিসংকেত।
তৃষ্ণা মেটাই তুলতুলে ক্লিটোরিসের ভাঁজে।
ঝাপসা কাচে ধূ-ধূ কুয়াশা ভাসে।
অ্যশট্রে তে রাত্রির সমাপ্তি ছাইপাঁশে!

সবশেষে বেঁচে থাকা চামড়ার মুখোশে।
ছদ্মবেশী হাসিমুখে !

 

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *