তুমি তখন গ্র্যাজুয়েশনে পড়ছো,
আমি বেকারত্বের শিল নোড়ায় পেষা !
তুমি ক্যারিয়ার সচেতন খুব, লন্ডভন্ডের দুঃস্বপ্নে শরীর জুড়ে নেশা !
আমি তখন অগোছালো, কোনোক্রমে দিন কাটাই ।
তোমার কালো মেঘের কোঁকড়ানো চুল !
তুমি খুব ঘরোয়া কাজ সামলে।
আমার চোখ সরিয়ে প্রেমে পড়াটাই ছিল ভুল !
আমার জানো পাথুরে হৃদয় !
শুকিয়ে গেছে, খরার খরার মতো ক্ষয় !
ফসিলসের সাথেই রাতজাগা আবেগি আদানপ্রদান !
তোমার তখন ডায়েট চলে; চেহারায় গ্ল্যামার !
লোকে যখন সরকারি চাকরি খোঁজে, আন্দোলনে ব্যস্ত,
আমি আবেগের সাথে হাত মিলিয়ে, খুঁজছি তোমায় স্বপ্নে!
তুমি আবার খুব চাপা, কষ্ট লুকিয়ে সুস্থ!
আমার পকেট কাটা, পুঁজি বলতে খুচরো। টুকরো হৃদয় গোপনে!
আমার হঠাৎই যেন দমকা
হাওয়াতে সব বন্ধুত্ব হারিয়ে গেছে, পথটা নির্জন !
স্রোতেই ভেসে গেছি, ভবিষ্যৎ ভরাডুবি
টেবিলটা আজও ফাঁকা, ঠিক হয়নি দিনক্ষণ !
আমি নক্ষত্রের ভেতর শব্দের অনুসন্ধানে
তোমার তখন স্বপ্নছোঁয়া, ফাইনাল ইয়ার এক্সাম ।
কবিতা রাতের ঘুম কাড়ত, কারচুপি করে
প্রেম তোমার অপ্রয়োজনীয় , ইতিহাস টেলিগ্রাম।
চাহিদার টানে সস্তা খেতাম, নেশা চলত হরদম,
টুকরো কথায় অভিমানে ছেড়ে গেলে সংসার !
আমার যখন নতুন চাকরি, স্বল্প ব্র্যাণ্ডের ঘড়ি,
অভিযোগেই ইতি টানলে, বদলে গেল উপসংহার ।