আসতে চলেছে ‘স্যাকরেড গেমস্ সিজন টু’ । স্যাকরেড গেমস্ সিজন্ ওয়ান এমন একটা ওয়েব সিরিজ যা ইন্ডিয়া ছাড়াও গোটা বিশ্বে প্রশংসা পেয়েছে। এই ওয়েব সিরিজের কন্টেন্টের মূহুর্তে মূহুর্তে টুইস্ট দেখেছে দর্শক।
ফার্স্ট সিজন দেখার পর ফ্যানেদের এতটাই উদ্বেগ, তারা এখন অধীর অপেক্ষায় বসে সেকেন্ড সিজনের।
স্যাকরেড গেমস ফার্স্ট সিজন এসেছিল ২০১৮ সালের জুন মাসে। ফার্স্ট সিজনে ছিল মোট ৮ টি এপিসোড। এই সিজনের ডিরেক্টর ছিলেন অনুরাগ কাশ্যপ ও বিক্রমাদিত্য মোটোয়ানে।
সইফ আলি খান, নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং রাধিকা আপ্তে পরিচালকদের পরিচালনায় নিখুঁত ভাবে তাঁদের ক্যারেক্টার প্লে করেছেন স্যাকরেড গেমসের ফার্স্ট সিজনে।
যারা ফার্স্ট সিজন দেখেছেন তাঁদের মনে এখন অনেক প্রশ্ন ঘোরাঘুরি করছে এবং করারই কথা।
এবার তারা সেকেন্ড সিজনে গণেশ গাইতোন্ডের লাইফস্টোরি দেখা এবং সরতাজ সিং কিভাবে ২৫ দিনের মধ্যে মুম্বাই কে বাঁচাবেন তার অপেক্ষায় আছেন।
উড়ো খবর অনুযায়ী স্যাকরেড গেমস টু নেটফ্লিক্সে আসতে চলেছে জুলাই এর শেষ সপ্তাহ কিংবা আগস্ট ফার্স্ট উইকে। যদিও নেটফ্লিক্স এর কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি রিলিজ করেনি।
আরও পাওয়া খবর অনুযায়ী জানা গেছে নেটফ্লিক্স বারবার চেক করাতে দেরি হচ্ছে সিজন টু আসতে।
পুরোটা নিয়ে স্যাটিস্ফায়েড নয় নেটফ্লিক্স। তাই হয়তো কোনো টিজার কিংবা ট্রেলার তারা অফিসিয়ালি রিলিজ করেনি তারা।
তবে নেটফ্লিক্স ৬ মে স্যাকরেড গেমস সিজন টু এর একটি ভিডিও রিলিজ করেছে।
যদিও সেখানে রিলিজ ডেটের কোনো কথা বলেনি তারা। তবে ২০১৯ এর মধ্যেই আসতে চলেছে।
এই সিজনের সুটিং হয়েছে ইন্ডিয়া এবং কেপ টাউন সহ বিদেশের বিভিন্ন জায়গায়।
অনুরাগ কাশ্যপ এবারেও রয়েছেন পরিচালনার দায়িত্বে। বিক্রমাদিত্য মোটোয়ানের বদলে এবার আরেক পরিচালকের দায়িত্বে রয়েছেন নিরজ ঘয়্যন।
তাহলে কি এবার অপেক্ষার অবসান ঘটলো ফ্যানেদের! স্যাকরেড গেমসের ফার্স্ট সিজন সুপারহিট হওয়ায় সিজন টু নিয়ে বেশ আশাবাদী নেটফ্লিক্স। তুমুল উচ্ছ্বসিত ফ্যানেরাও।
এখন সময় শুধু অপেক্ষার তারপর সময়ই বলে দেবে “পচ্চিশ দিন ম্যায় ক্যয়া হোনে ওয়ালা হ্যয়”।