তুমি আমার পাল্টে যাওয়ার কারণ খুঁজছ এখন; আর আমি তোমায় খুঁজেছিলাম প্রত্যেক মূহুর্তে।
মানুষ এমনি এমনি পাল্টায় না, পাল্টায় আঘাতে।
তুমি আমার ব্যস্ততার কারণ খুঁজছ এখন; আর আমি শত ব্যস্ততার মাঝে একটুকরো সময় চেয়েছিলাম শুধু।
হ্যাঁ, আমি ব্যস্ত। কারণ, আমি এখন ব্যস্ততায় ডুবিয়ে রাখতে চাই নিজেকে।
তুমি আমার উদাসীনতা নিয়ে প্রশ্ন করছ এখন;
আমি তোমার সব অবহেলা সহ্য করেও সাথে থাকতে চেয়েছিলাম।
হ্যাঁ, আমি আজ উদাসীন তোমার প্রতি, কারণ তোমার অবহেলা আমায় শিখিয়ে দিয়েছে একা থাকতে।
তুমি তোমার মতোই থাকো;
আমিও আমার মতো থেকে যাব ঠিক…