মন ভাঙার তো কোনো শব্দ হয় না!
শব্দ হলে হয়তো বুঝতে কত অভিমানী-চীৎকার শব্দহীন হয়ে গেছে ,
চোখের জলের নোনতা স্বাদে।
আহত মনের ক্ষতচিহ্ন গুলোও চোখে ধরা দেয় না তোমার!
তাহলে বুঝতে কত অনুভূতি বোবা হয়ে গেছে আজ,
অক্সিটোসিন এর চোখ-রাঙানিতে।
সব কিছু একসাথে পাবার নেশায় মগ্ন হয়ে ছিলাম ,
‘আমার তুমি’ তে ‘তোমার আমি’ তে : আমরা।
বুঝতে পারিনি তাই,কখন কাছের হাত দূরে চলে গেছে…
দূরের হাতছানিতে দিয়ে সাড়া।
তাই দুই নৌকায় নয়,এখন এক নৌকায় নিজের দুই পা রাখার চেষ্টা।
যৌবনের তরী বেয়ে চলতে চলতে ..মন ভেঙেছে
বহুবার ,বহুভাবে ‘কবিতা’রা জন্ম নিয়েছে,
কিন্তু এইবারে আর ছন্দ মেলানো যায়নি শেষটা।