ধূলোমাখা পথে রয়ে গেছি আমি
নিঃসঙ্গ, একাকী,
তুমি চলে গেলে ছিঁড়ে সবটুকু বন্ধন
কালবৈশাখীর মতো,কেড়ে নিয়ে সুখ
দিয়ে গেলে এক বোবা ক্রন্দন।
ধূলোমাখা পথে রইলো পরে ভোরের স্বপ্ন
মাঝপথে থেমে গেল চেনা এক রঙিন কল্প
আমি আজো দাঁড়িয়ে একা নিয়ে অসমাপ্ত গল্প
যদি পথ ভুলে আসো ফিরে
নিয়ে আমার গল্পের শেষ অঙ্ক।।
দীপা