চাওয়া-পাওয়ার গন্ডী পেরিয়ে ভালো থাকার নিয়ম

চাইলেই সব পাওয়া যায় বুঝি!

না যায় না। চাইলেই সব পাওয়া যায় না। প্রত্যেকের জীবনে কিছু না কিছু অপূর্ণ আশা থেকেই যায়।

যেমন কারোর আর্থিক স্বচ্ছলতা থাকে না, কারোর আবার পছন্দ মতো জীবনসঙ্গী। কেউ আবার নিজের পছন্দসই পেশা পায় না। কেউ মন খুলে কথা বলার মত একটা পরিবার বা একটা বন্ধু পায় না। এরকম হাজার হাজার, কোটি কোটি না পাওয়ার উদাহরণ আছে। কিন্তু এর মাঝে পাওয়ার হিসেব কি শূণ্য?

একদম না। বরং অনেক অনেক বেশি। যদি মানুষের সব শুধু না পাওয়ায় থাকত তবে বাঁচার রসদ কোথায়? ভালো থাকত বা ভালো আছে কি নিয়ে তারা? অতএব আমাদের বাস্তবতায় বাঁচতে হবে। ‘কি পেলাম না’ সেসব নিয়ে বেশি না ভেবে বরং যতটুকু পেলাম তাতে খুশি থাকতে হবে। তবেই জীবনের খাতায় চাওয়া-পাওয়ার হিসেবটা অমিল হলেও, ভাগশেষটা হবে ভালো থাকা।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *