বর্তমান পরিস্থিতিতে ওটিটি প্ল্যাটফর্মগুলি এক্কেবারে দাপিয়ে বেড়াচ্ছে বিনোদন জগতে। একের পর এক মন জয় করা কন্টেন্ট বেশ সাড়া ফেলেছে দর্শকসমাজে। বাংলার কন্টেন্টগুলিও পিছিয়ে নেই কোনও দিক থেকেই। এবারে এই বিনোদনের ঝুলিতে আরও একটি উপহার নিয়ে খুব তাড়াতাড়ি আসতে চলেছে ‘অন্তর্দ্বন্দ্ব’। মধুমিতা সরকারের লেখা এক ভিন্ন স্বাদের গল্পের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে চলচিত্রটি, এবং পরিচালনা করেছেন সন্দীপ সরকার। সিনেমাটি ২৬শে জুন থেকে দেখা যাবে বাংলার অন্যতম ওটিটি প্ল্যাটফর্ম ‘ক্লিক’-এ।
একটি ছোট শহরের শিক্ষিত সাদামাটা মেয়ে পৃথা। তার বাবা-মা একটি ম্যাট্রিমনিয়াল সাইট থেকে পাত্র খুঁজে পৃথার বিয়ে দেন। ধীরে ধীরে এই বিবাহ জীবন বিভিন্ন কারণে দুর্বিষহ হয়ে উঠতে থাকে। পৃথার মা বাবার রহস্যজনক মৃত্যু হয়, এবং পৃথা সমস্ত সম্পত্তির মালিক হয় ও তার স্বামী ঋদ্ধিমান নমিনি। একসময়ে পৃথার কাছে এক অচেনা ব্যাক্তি ফোন করে বলেন, তার মা বাবাকে ঋদ্ধিমান খুন করেছে। এরপর কিছু নির্মম সত্যের খোঁজে পৃথা মানসিক ভাবে ভেঙ্গে পরে এবং শেষ পরিণতি মৃত্যু। এমনই এক ভিন্ন স্বাদের গল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিনেমাটি। জয় সেনগুপ্ত, মধুমিতা সরকার, চন্দন সেন, মিঠু চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তীর মত অভিজ্ঞ অভিনেতা ও অভিনেত্রীদের অসামান্য পারদর্শিতার ছাপ পড়েছে অন্তর্দ্বন্দ্বে। ইতিমধ্যেই ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে এবং যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে দর্শকদের। এবার লক্ষণীয় ২৬ তারিখ সিনেমাটি শুভমুক্তির পর কী রূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে দর্শকমনে।