এই শীত এলেই ইচ্ছে করে একটু পাহাড় ছুঁয়ে আসি,
শীতের কুয়াশা ভেদ করে কিছু গল্প বুনে আসি,
নরম রৌদ্রের আদুরে আলাপ মেখে ঘুরে আসি উপত্যকা
নিয়মের বেড়াজাল অতিক্রম করে ছুঁয়ে আসি অবাধ্যতা!
এই শীত এলেই ইচ্ছে করে একটু পাহাড় ছুঁয়ে আসি,
সহজ-সরল মানুষ গুলোর জীবন দেখে আসি,
শহরের কোলাহল অশান্তির ঝড় বোনে,
নিস্তব্ধ পাহাড় তখন ভালো-লাগা মনের কোণে!
উষ্ণতার পারদ মাপে অন্তরালে আপন-মনে
মন যেখানে ডানা মেলে আপন মনের গহীন বনে,
পাহাড় ছুঁয়ে নিজেকে ছুঁই, ছাঁই এ ঢাকা হৃদয়-খানি,
না-জানি কোন আলোর নেশায় পাহাড় বুনি পাহাড় বুনি
শীত এলেই ইচ্ছে জাগে আস্ত একটা পাহাড় বুনি,
উপত্যকার পাদদেশে আপন মনে ঘর বুনি,
চেয়ে থাকি অনন্তকাল পাহাড়ের ওই ঢালুভূমি,
মাটির কাছে আদর এঁকে পাহাড় তোমার চরণ চূমি!