শূণ্য

শূণ্য

চাঁদ জ্যোৎস্না`র আলো`য় যখন এক মন ফেরারী হয়, তুমি কি ‘তাকে’ দেখেছো ঘনিষটতার বিকিরণে ? তাঁর বড় বড় চোখের অকাতরে তাকানো, তাঁর রুক্ষ লাল ঠোঁটের আপন হাসি ?
এক অদ্ভূত নির্মম উজ্জ্বলতা, কিছুটা ব্যক্তিগত-ও বটে ৷

ঘনিষ্টভাবে নজর করলে বোঝা যায় তাঁর চোখে’র নিচের টিয়ার লাইনের ঝিকিমিক, ঠোঁটে’র আবছা ক্রিস-ক্রস লাইন গুলো ৷ সে আবেগ-প্রবণ কথোপকথনে অক্ষম ৷ তাই, সে তার ঘটে-যাওয়া অতীতে’র পথ ধরে বারংবার মৃত্যু’র সন্মুখীন হয়েছে, আবার ফিরে-ও এসেছে বহুবার ৷ সে চায় না কেউ তার গল্প জানুক, গোপন-কথা পড়ুক, তবু-ও সে আশা করে এমন একজনে’র …. যে তার সমস্ত দিনলিপি জানুক ৷ সে জানাতে চায় তার লেখা’র কাহিনী…সব যন্ত্রনাদায়ক রাত্রি’র পাশ ধরে ৷ সে আশা করে এমন এক ব্যক্তি’র জন্যে যে অকারণে-ও তার পাশে থাকবে, কোন-ও আরামে’র জন্যে নয়, তবু-ও সবসময় ৷
কালে’র নিয়মে সে আজ-ও আবেগ চ্যূত ৷ তাই, আজ-ও তার নির্মম মুখে’র ঊজ্জ্বলতা ঝড়ে পরে, কারণে-অকারণে ৷

সর্ব নিজের দ্বারা, হয়তো, চিরকালে’র জন্যে ৷৷

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *