দারিদ্রতা

দারিদ্রতার আঁচল তলে ঢাকা বিশ্বের মুখ,

ধনে-মানে দরিদ্র মানুষ কিনতে চায় তার সুখ,

সমাজের মাঝে আজো দুই শ্রেনী দেখি, দরিদ্র আর ধনী,

সর্বহারা একজন শুধু অন্যজনের ঋণী,

আমার আছে সবকিছু তাই করে ফেলি অপচয়,

আগামীর কথা মনে রাখি না, জানিনা তো সঞ্চয়,

সময়ের চাকা ঘুরতে ঘুরতে ধনের হয় জয়,

দরিদ্রতার নাগপাশ থেকে ওরা কভু মুক্ত নয়,

মাথার ঘাম পায়ে ফেলে যারা যোগায় মোদের অন্ন,

অর্থনীতির জটিল হিসাবে তারাই “দরিদ্র”নামে ভিন্ন,

ধনীর বাড়িতে বিয়ের ভোজে হয় যে খাবার নষ্ট,

ফুটপাথের ওই বাচ্চাগুলো পায় যে খিদেতে কষ্ট,

‘বাবুর’ গাড়ির চাকার তলায় মরছে গরীব কতো,

দারিদ্রতার মরণ নেই বাড়ছে শত শত,

তাদের খবর কেউ রাখি না কারণ আমরা ধনী,

মনের মাঝে গরীব অতি, আছে যদিও টাকার খনি,

“গরিবী হঠাও, গরিবী হঠাও ” উঠছে আওয়াজ কতো,

মুখোশ পরা নেতারা দিচ্ছে মিথ্যে ভাষণ যত,

দারিদ্রতার পাথর ঠেলে হবে কি ভারত মুক্ত?

আছে হাজারো আশার বাণী, নেই উত্তর পোক্ত।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *