তবে তুমি কি জানবে আমায়?
জানবে যদি নাই তবে করোনা অন্যায়।
যে অন্যায় করতে করতে,
বেলা ঝরবে নিশির অর্থে,
জোছনার কোষে কোষে
ছড়াবে বিষ অন্তরে মিশে,
হবে তার গুণগান
অতীত ভরবে, রয়ে বিষের তান
তেজস্বী তোমার বাহির
পথে বসবে, শেষ হয়ে তার মিহির।
অবশেষে নিঃসঙ্গ তুমি,
দেহ মন বিলিয়ে, তুমি কার কাছে ঋণী?
ভাবছো মনে মনে,
ভিক্ষুক কবে হলে আনমনে?
এক পলকেই সৈকতের ধারে,
তুমি আজ একা, শুন্য তুমি নদীর পাড়ে
তারপর? আর কি! পথ চলবে সঙ্গে নিয়ে নীর
খুঁজে খুঁজে চঞ্চল তুমি, হবে অস্থির
নিজের আয়নায় আজ অবাক তুমি
তুহিন আজ তোমার হৃদয় ভূমি
একি! তন্ন তন্ন করে খুঁজছ কাকে?
তুমি ভাববে কেন সারা দেই না তোমার ডাকে?
এত দুঃখ, এত অবহেলা!
ভাববে, আমার কাছে তুমি কি হেলাফেলা?
তখনই সেই বর্ষার দিনে
আসবো আমি তোমার কাছে দিগন্ত ভেঙে,
ঘিরে ধরবো ঠিক বজ্র হয়ে
টপ্ টপ্ বাড়ির সাথে প্রেম ঝরাবো হৃদয়ে।
আবার জিজ্ঞাসার আরালে ধরব তোময়,
বলব, তবে তুমি কি এবার জানবে আমায়?
“চৌকাঠ”
Facebook Comments Box