নিশ্চিন্ত কি তুই এই বেশ
এই দেশ নিয়ে?
যার দিকে তাকিয়ে হাসছে সবাই;
নিশ্চিন্ত কি তুই-
বিরক্তি কে আসক্তি করে
মুক্তি পেয়ে?
না , আসবেনা ঘুম রাতে;
যখন দেখবি বিছানার দুপাশের
সমাজ অনেক গেছে বদলে;
যে পাশ বালিশ আঁকড়ে ধরে,
জাপটে ধরে-
সুরক্ষিত করতিস নিজেকে,
তাও গেছে বদলে;
বদলায়নি তোর বিবেক,
তোর আবেগ;
তাদের প্রতি, জনতার প্রতি।
এত মৃত্যু দেখেও
রক্ত লাগেনা চোখে?
মাখতে ইছে করেনা সমাজের জঞ্জাল?
শুধু দাবানলের আগুনেই জলছি;
আর কত জ্বলব?
আর কতবার মরব?
নতুন করে বাঁচতে চাই;
এই দৃশ্য দেখেও-
নিশ্চিন্ত কি তুই?