কেমন করে আঙুল গুনে সময় কাটায় মন ,
নাম না জানা তারাটাও তো হেঁটেছিল ট্রামলাইনে, মাঝেমাঝে বৃদ্ধ গাছের পাতাবেয়ে স্বপ্ন যাচ্ছে ঝরে—
বারবার প্রেমে পড়াটাই শাস্তি হয়ে দাঁড়িয়েছে এই জীবনে । ।
যদি রাতের অন্ধকারকে দিতে পারি একমুঠো আলো ,
তবে অভিমানী জোনাকিরা ফেরত্ যাবে ঘর,
ঠিক যেমন হাজারো স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে থাকা স্ট্রীটলাইট— ক্ষীণ হয়ে আসা রাতের শহরটাকে জাগালো । ।
ঝরা পাতায় যদি মিশে যায় দু-এক ফোঁটা কান্না, আর ভোকাট্টা ঘুড়িটা যদি চেয়ে বসে একমুঠো রোদ ?
তবে তুমি যতই মুখ লুকাও ঐ ঐতিহাসিক বিজ্ঞাপনে,
আমার ঝিনুক ভাঙা মিথ্যে রাতে আর ফিরে এসো না । ।
আমার আয়নায় ভাসা মাঝরাতের শুকনো মুখ, আর শতবর্ষের সেই কার্ণিসের চোখ রাঙানি,
ধীরে ধীরে মরচে ধরে আসে আমাদের জীবনের বালুচরে—
জীবন টা গান হলে পারতো কিন্তু রয়ে গেছে কিছু শ্লোক হয়ে । ।