চিরকুট

চিরকুট গুলো গত বছরের ,
ধূসর সন্ধ্যে মাখা জমানো কিছু স্মৃতি ।

কেন জানি না  চিরকুট গুলো বড্ড কাছের হয়ে উঠেছে, এই কিছুদিনে ।

চিরকুট #1

নভেম্বরে একদিন,

সকাল থেকে নতুন আমেজে মন
নস্টালজিক  মুঠোফোন,
তবুও কিছু কিছু মুহূর্তে
ঝাপসা স্মৃতির গন্ধে ভাসি আমি ।

এক দশক আগে..
কিন্ডারগার্টেনের আঙিনায় ছুটে বেড়াতাম;
ছোট্ট খুনসুটিতে ভাসতাম রোজ
কলেজ করিডোরে, যাযাবর এখন
অন্য সংযোগ ।
সেসব কিছুটা এখন ফ্রেমবন্দি,
বহুদিনের সন্ধি।
মন পরে আছে ধুলোজমা অতীতে
বর্তমান এখন ক্ষতিতে ।
পরিণত পরিণতি দিয়েছে,
কেড়ে নেওয়া আবেগে
নির্জন ঘরে একলা..দৃষ্টি কালো মেঘে ।
ভিড় শুধু সোশ্যাল মিডিয়ায় ভারী,
অনলাইনে সতর্কতা জারি ।

চিরকুট#2

ডিসেম্বরে,

পুরোনো হলদে হয়ে যাওয়া কাগজে
পেন্সিল দিয়ে দাগ কাটার মতো
অপ্রকাশিত থাকবে কিছুটা,
ঘরের কোণ ঘেঁষে তোর গন্ধ
একদিন শুধু প্রকাশ পাবে
তোর টুকরো প্রেমের ক্ষত ।

চিরকুট#3

ফেব্রুয়ারির বিকেলে,

ব্যস্ত ছিল বিকেল..
তোর প্রশ্বাসে দূষণ ছড়িয়েছিল
আদ্র বায়ুতে
বৃদ্ধ হয়ে ওঠা আমার অল্প,
ক্ষয়িষ্ণু আয়ুতে ।
বিচলিত হয়ে তুই এলি পাশে
অসচেতন
নীলচে আকাশে তোর ছোঁয়া,
আমার কোণঠাসা মন ।

চিরকুট#4

শেষবার যবে কেঁদেছিল সে,

গোধুলি আঁকবো আবছায়া তারা দিয়ে,
এই পথচলা শুধু, তোর অবাধ্য হাসি নিয়ে ।

এমন অনেক ছেঁড়া কাগজে  কালি আঁচড় কেটেছে ।

তবে সবটাই যে বুকপকেট জুড়ে তা নয় । কিছু কিছু চিরকুট, যারা আবেগের উৎস।

 

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *