M.S Flim & Production এই দীপাবলিতে নিয়ে আসছে তাদের নতুন ছবি মিনা শেঠী মন্ডল প্রযোজিত এবং সৌভিক দে পরিচালিত ছবি ‘৬০ এর পরে’। ২৮.১০.২০২১ তারিখে ছিল তারই ট্রেলার এবং পোস্টার এর শুভমুক্তি। এই ছবিটি হলো একটি Psychological Thriller; ছবিতে অভিনয় করেছেন অমিত শেঠী, জয় সেনগুপ্ত, অনিন্দ্য ব্যানার্জী এবং রূপাঞ্জনা মিত্র সহ আরও অন্যান্য জনপ্রিয় মুখ।
এই শুভমুক্তির দিন উপস্থিত ছিলেন অমিত শেঠী, মিনা শেঠী মন্ডল, সৌভিক দে, অনিন্দ্য ব্যানার্জী।
সৌভিক দে বলেছেন এটি তাঁর পরিচালনায় প্রথম ছবি। মিনা শেঠী মন্ডলের কাছে তিনি কৃতজ্ঞ, তার মতো নতুন পরিচালককে সুযোগ দেওয়ার জন্য। আর ছবিটি যেহেতু রহস্যময় তাই এখনই গল্পটা প্রকাশ্যে আনা যাবে না, আশা রাখবো দর্শকদের খুবই ভালো লাগবে।
মিনা শেঠী মন্ডল জানিয়েছেন এই ছবি নিয়ে তিনিও খুবই আশানুরূপ দর্শকদের কাছে, কলকাতায় এইটি তার প্রথম কাজ। তিনি আগামীদিনে আরও নতুন নতুন পরিচালকদের সুযোগ দিতে চান এবং তাঁদের সাথে কাজ করতে চান। এই ছবির অভিজ্ঞতা খুবই ভালো।
অনিন্দ্য ব্যানার্জী এই ছবির চরিত্র নিয়ে খুব বেশি বলেননি, তবে নতুন পরিচালক সৌভিকের সাথে কাজ করে তিনি সন্তুষ্ট। আগামী দিনে আরও এরকম কাজ করতে তিনি চান।