বিশ্বখ্যাত পরিচালক সত্যজিৎ রায় -কে এবার বড়পর্দায় দেখা যেতে চলেছে !! নতুন পরিচালক উদয়ন নাম্বুদি-র পরিচালনায় | তবে ঠিক বায়োপিক নয় , Pather Panchali -র নির্মাণ নিয়ে হবে ছবিটি , যেখানে সত্যজিত রায়ের চরিত্রে দেখা যাবে আরেক পরিচালক কিউ ( Qaushiq Mukherjee ) -কে ! সত্যজিতের প্রিয় আর্ট ডিরেকটর বংশী ;চন্দ্রগুপ্ত -এর চরিত্রে অভিনয় করবেন অভিনেতা Rahul Banerjee (actor) ! কোলকাতার এক্সাইড মোড়ে বৃদ্ধা পাপড় বিক্রেতা শ্রীলা ঘোষ-কে হয়তো অনেকেই চেনেন | তিনি এছবিতে চুনীবালা দেবীর চরিত্রে | আপাতত তিনি এখন নির্মাতাদের বাড়িতে |
সত্যজিত রায় – কে নিয়ে এবার বাংলা ছবি
Facebook Comments Box