করোনায় সমস্ত শিল্পীদের জীবন ব্যাহত। এবার তাদের জন্য নতুন পদক্ষেপ শিল্পী, বিধায়ক অদিতি মুন্সী এর। রাজারহাট, নিউটাউন, গোপালপুর এলাকার সমস্ত শিল্পীর জন্য এবার তিনি এক সংগঠন তৈরির উদ্যোগ নিলেন যার নাম Rajarhat Gopalpur Artist Forum; যে সংগঠনের দ্বারা সমস্ত শিল্পী জগত নিজেদের সমস্যা, কাজ ইত্যাদি জানাতে পারেন ও নতুন কাজের সুযোগ পেতে পারেন। আনুষ্ঠানিক ভাবে ২০/০৭/২০২১ ঘোষনা করা হল এবং তার সাথে সমস্ত শিল্পীজগতকে সম্মান জানাতে আয়োজন করা হয়েছিল এক অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন গায়িকা অদিতি মুন্সী, Violin Brothers দেব শংকর রায় এবং জ্যোতি শংকর রায়, সাহিত্যিক ডঃ পাঁচু রায়, সঙ্গীতকার শ্রী সুদেব দে, সঙ্গীতশিল্পী শ্রী সুবীর রায়,
গায়িকা স্মৃতা প্রামানিক, তবলাবাদক শ্রী প্রেমেন্দ্র ঘোষ, সঙ্গীতশিল্পী শ্রী গৌতম দাস, নাট্য পরিচালক ডঃ তাপস দাস।
অদিতি মুন্সী জানিয়েছেন রাজারহাট গোপালপুর এলাকার বিধায়ক হিসেবে শিল্পীদের জন্য তার এই নতুন পদক্ষেপ। এটি ছিল তার বহুদিনের স্বপ্ন যাতে শিল্প বেঁচে থাকে শিল্পীদের মাধ্যমে, এবং এলাকার সংস্কৃতি তথা বাংলার সংস্কৃতি আরও উন্নতি হয়। তাই এই Rajarhat Gopalpur Artist Forum গঠন। এলাকার সার্বিক উন্নয়নের মধ্যে যেহেতু শিল্প সংস্কৃতিও পড়ে, তাই তার উন্নয়নার্থে এই ভাবনা। আশা রাখি আগামী দিনে এই ফোরাম অনেক সাফল্যের পথে এগোবে।