গত ২৪ ডিসেম্বর বহরমপুর শহরে অমৃতকুম্ভ আবৃত্তি চর্চা কেন্দ্রে এক মনজ্ঞ অনুষ্ঠানে প্রকাশিত হল রং-কে বিষয় করে লেখা মৃণাল নন্দীর লেখা ‘রঙের ইতিকথা’।
রং নিয়ে এমন বই সম্ভবত বাংলা ভাষায় প্রথম।বইটির আনুষ্ঠানিক প্রকাশ করেন কবি নাসের হোসেন। ১৪টি ছোট ছোট নিবন্ধে বইটিতে আলোচনা হয়েছে রং এর দুনিয়ায় প্রায় সবটাই। তেলরং, জলরং, প্যাস্টেল, টেম্পেরা, ফ্রেসকো – কি নেই!উক্ত অনুষ্ঠানে বইটির পাঠ প্রতিক্রিয়া জানান চন্দন বিশ্বাস। তিনি বলেন, ‘মৃণালের এই বইটি আমাকে নস্টালজিয়ায় আক্রান্ত করে, আর মনে করিয়ে দেয় ফরাসি লেখক জুলে ভার্নের কথা’।
অনুষ্ঠানে এছাড়া প্রকাশিত হয় উদ্ভাসের ২০১৬ সালের ক্যালেন্ডার যার এবারের বিষয় ‘শতবর্ষে তিন শিল্পী’।এই ক্যালেন্ডারের মাধ্যমে তুলে আনা হয় বাংলার বিস্মৃতপ্রায় তিন শিল্পী র কথা; দুই চিত্রশিল্পী নীরদ মজুমদার ও মানিকলাল বন্দোপাধ্যায় এবং ভাস্কর শঙ্খ চৌধুরী।সমগ্র অনুষ্ঠানের প্রযোজক ছিল www.udvas.in
Content writer : Pratyush Mondal
Photo : Team LaughaLaughi
Original Copyright © 2014-2015 LaughaLaughi.com