তোমাকে ভালোবাসতে গিয়ে ভুলে গেছি নিজেকে ভালোবাসতে, ভুলে গেছি নিজেকে ভালো রাখতে।
তোমার জন্য সেজেছি, নিজেকে করেছি মূল্যহীন। তোমার ফিরিয়ে দেওয়া প্রেমপত্র বুকের ভাঁজে লুকিয়ে রেখে গুমরে মরেছি কেঁদে!
সন্ধ্যে-সকাল তোমার পথ পানে চেয়ে কাটিয়েছি অহর্নিশ। তবুও তোমার দেখা পায় নি ভুলেও একবার!
তুমি নিষ্ঠুর হয়েছ, কঠোর হয়েছ, আঘাত করেছ বারংবার। আমি তবুও তোমার অবহেলাকেই ভালোবেসে গেছি বারবার।
কখনো খোঁজ নাও নি আমার, নিঃশব্দে শুধু প্রহর গুনেছি কবে আসবে সে সকাল, যে সকালে তুমি এসে ছুঁয়ে দেবে সকল কষ্ট গুলো আমার!
সত্যি বলছি, এভাবে ভালোবাসা যায় কখনো ভাবি নি আমি।
তোমাকে পাওয়ার প্রার্থনা করি না, ইচ্ছে প্রকাশও করি না আর। শুধু নিজেকে ভালো রাখতে গিয়ে মুছেছি তোমার নাম!
জানি এবারেও আমি ভুল!
তোমাকে অফুরন্ত ভালোবাসলেও আমি ভুল, তোমাকে ভুলে গেলেও আমি ভুল। আমি জানি আমি চিরকালই ভুল। শুধু তুমি কি জানো, তোমার সাথে দেখা হওয়াটাই জীবনের সবচেয়ে বড় ভুল!
ভুল দিয়ে আমাকে বিচার করতে এসো না! আমি ভুলের মাঝেই গড়েছি ভালোবাসার বাড়ি। যে ভুল তুমি দেখতে পাও, সেই একই ভুল আমার কাছে ভালোবাসা নামে পরিচিত পায়।
তোমাকে না-বলা কথা গুলো স্তব্ধতার পর্দা ভেদ করে প্রকাশিত হতে পারে না! তুমি আমার নিঃশব্দ অভিমান বোঝোনি কখনো। বুঝতেও দেব না আর হয়তো।
তবুও সযত্নে লুকিয়ে রাখি তোমার দেওয়া অমূল্য ক্ষত গুলো। আমার কাছে ভালোবাসা মানে হয়তো তাইই!
–অরুণিমা