শুনতে পাচ্ছ সুজেট,কফিনের তীব্রতম অন্ধকার থেকে?
বন্ধুত্বের অন্ধকার গ্রাস করেছিল তোমার শরীরকে৷
মত্ততার উন্মাদনা শেষ হলে ছুঁড়ে ফেলেছিল রাস্তায়,আর স্থান হয়নি,
তাই বুঝি থানাও গুরুত্ব দেয়নি?
সাহসী পদক্ষেপে প্রকাশ্যে আসতেও পিছপা হওনি
না,মৃত্যুতেও তোমাকে মোছা যায়নি৷
তোমাকেই শুনতে হয়েছে-
‘সাজানো ঘটনা,খদ্দেরের সাথে কারবার’!
এ ঘটনার প্রত্যাবর্তন বারবার৷
বিচার পায়নি কাটোয়াও;
মেয়ে দেখছে মায়ের শরীরের লুন্ঠন,
বিচারের মুখ ঢেকেছে রাজনীতির অবগুণ্ঠন ৷
নির্ভয়ার কান্না আজও বাতাসে ভাসে,
আইন শুধু বয়স মানে৷
রড ঢুকে থাকা শরীরের যন্ত্রণা জানে?
নৃশংসতায় ছিন্নভিন্ন করেছে ওরা যোনি
মনে পড়ছে,সেই কামদুনি?
ঘটনা অনেক-পায়েল নাজিয়া মিতা
আজও,
অষ্টমঙ্গলায় মেয়ে ফেরে না,জ্বলে তার চিতা….