আমি ইচ্ছে

।। আমি ইচ্ছে।।

আমি শরীর বেচে খাবো।
ঠিক করে রেখেছি, যখন সত্যি-সত্যি বাড়ি থেকে আয় করতে বাধ্য করবে,
আমি অচেনা পুরুষদের বিছানা বা তাদেরকে বিছানায় গরম করে, পেট ভরবো।

কাজটা সহজলভ্য বলে নয়, কাজটায় আমি ভীষণ পটু বলে—
এতকাল একফোঁটা ভালোবাসার বদলে কতবারই না আমি ওদের সাথে শুয়েছি।
ওরা হয়তো তার আগের মুহূর্তেই অন্য কারোর বুকে বা তলপেটে চামড়া ঘষে, উত্তপ্ত হয়ে, আমার কাছে আসে
তারপর আমায় ছিঁড়ে খেত প্রচুর বন্যভাবে, চোখ বুজে… হয়তো মনে-মনে আমার জায়গায়…।
আমি শুতে চাইতাম না এটা বলা ভুল,
তবে আমি প্রেমিকা হয়ে শুতাম, প্রেমিকার মর্যাদা বিছানাতেও চাইতাম।
ওরা শুতো, শোয়ার জন্য প্রেমিক হতো, বিছানায় আমার বিশেষ কেরামতগুলো বাইরে রটিয়ে বেড়াতো…
আমি নতুন প্রেমের আবেদন পেতাম।
প্রেমিকের দালালির দরুন শোয়ার আমন্ত্রণ পেতাম।
অনেক মাস পর,
প্রেমিক পুরুষের একদিন হঠাৎ আর মন বসতো না, আমার বাড়ি আসতো না, ফোন করা ধরত না।
তারপর?
আমি আবার ভালবাসার লোভে বুকের বোতাম খুলে প্রেমিক খুঁজে বেড়াতাম…

তাই ঠিক করে রেখেছি, ব্যবসা করলে শরীর ব্যবসা করবো।
সুখী হতে হলে মন নয়, শরীর বেচে খাবো।।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *