কবিতা -রাজনীতি লেখা-শয়তান
ক্ষুদিতের মুখের অন্ন ছিনে- ভরিয়েছ নিজের পকেট।
আখের গোছাও তোমরা যখন,
কাঁদে রিকেট শিশু –
করেছ হিসু,সবার সপ্নে,
মাড়িয়েছ তাদের পায়ের তলে,
দেবেনা জবাব ?
ফোকলা দাঁতে,ভাঙ্গা হাড়ে-
রক্ত করে জল, জমিয়েছিল খানিক আশা।
দিলি মেরে শেষ সম্বলটাও,লজ্জা নিতম্বের গুহায়-
কি করে দেখাস মিথ্যে সপ্ন,
রাজ্যের মিথ্যাচার-
সবার রক্ত মূল্যহীন , তোরাই হলি যুধিষ্টির।
লাশের ওপর হেঁটে হেঁটে বাড়াস নিজেদের টি আর পি।
উঠবে জেগে আমজনতা চাইবে যেদিন জবাব ,
তৈরী থাকিস কোমর বেঁধে ,
মজ্জায় খাবি লাঠি শত,
পরবি ঝরে ধুলোর মত-
পরে থাকবে একটা লন্ঠন আর একটা বাঁশ ঝাড়।।