তুমি আমাকে কেন জিততে দিলে না অরন্য?
কেন জিতিয়ে দিলে না!
ওদের মতো সবাইকে দেখিয়ে, আমিও তো বলতে চেয়েছিলাম…
ভালোবাসি, ভালোবাসি।
আমি ও তো চিৎকার করে বলতে চেয়েছিলাম,
আমারও আগলে রাখার মানুষ আছে, কষ্ট হলে ভুলিয়ে দেবার মানুষ আছে এবং রাগ হলে ভাঙিয়ে নেওয়ারও মানুষ আছে।
( ছবি:- সংগৃহীত)
আমিও তো ওদের মতো হাত ধরে তোমার সাথে হাঁটতে চেয়েছিলাম…
সবাইকে দেখিয়ে দিয়ে বলতে চেয়েছিলাম,
আমার একটা ভালোবাসার মানুষ আছে।
ঠিক যেমন ওরা হিংসে করে,
আমার ও খুব গর্ব করতে ইচ্ছে হয়েছিলো, জানো অরন্য!
কেন দিলে না বলতো? খুব বেশি-ই কি চেয়ে ফেলেছিলাম?
আমার, তোমাকে নিয়ে হিংসে করাটা এবং ভালোবেসে,আগলে রাখাটা বুঝি বেশি-ই চাওয়া হয়ে গেছিল, না?
এই সরল মেয়েটার দায়িত্বটা বোধ হয় খুব বেশি-ই চাপের হয়ে গেছিল তাই না অরন্য?
(ছবি:- সংগৃহীত)
তবু আমি নিজে কলঙ্কিত হয়ে তোমাকে জিতিয়ে দিয়েছি।
এখন আর রাস্তায় তোমার পাশে আমি থাকি না,
তবু বেলকনির ওপর থেকে রোজ তোমায় দেখি..
যতক্ষন না তোমার শেষটুকু গন্ধটা নিতে পারছি।
তোমার দেওয়া শাড়ি এবং কানের আজ ও পড়ে বসে থাকি, যদি একবার ভুলবশত তাকিয়ে ফেলো..
যদি ভাবো, আমি আজ আর হয়তো তোমায় ভালোবাসিনা…
না, সেই মিথ্যা আমি বয়ে বেড়াতে পারবোনা।
তোমার দেওয়া গোলাপ চারাতে ফুল ফুটিয়েছি..
যদি এক্ষুনি এসে বলো..সুপর্না, একটা গোলাপ দেবে?
(ছবি:- সংগৃহীত)
এত সব কিছু মেনে নিয়েছিলাম, শুধু তোমাকে ভালোবাসি বলে।
বলতে পারো অরন্য! কি কমতি ছিল আমার?
কেন আমাকে ছেড়ে,অন্য একজন কে বাছলে?
তোমাকে ভালো রাখার জন্য,আমি নিজের ভালো এবং মন্দ সবটা ত্যাগ করছি।
অরন্য, যখন তোমাকে এবং তোমার নতুন প্রেমিকার সাথে হাত ধরে, একসাথে দেখতাম,সহ্য করতে না পেরে… আমি মুখ নামিয়ে রাখতাম।
কিছু বলতাম না।
শুধু মনে মনে কষ্টটা চেপে রেখে হাসি মুখেই পাশ কাটিয়ে চলে আসতাম।
তোমাকে ভালো দেখতে চাই,বলেই আমি তোমাদের মাঝে বাধা হয়ে আসিনি কোনোদিন।
( ছবি:- সংগৃহীত)
বান্ধবীদের সামনে তোমার সম্মান রাখার জন্য ফোন নিয়ে কত অভিনয় করেছি,
যাতে তারা কখনো, তোমাকে ভুল না বোঝে।
আর হেরে যাওয়ার ব্যর্থতা! সেটাও নিজের মধ্যেই রেখেছি।
তবু তো, তোমাকে জিতিয়ে দিয়েছি।
তোমার সম্মানটা তো রেখেছি।
শুধু এই আশাতেই ছিলাম,যদি সব ভুল শুধরে,তুমি একবার, ছুটে আসো আমার কাছে, একবার…
কিন্তু তুমি আর আসোনি।
নতুন প্রেমিকা,ভালো রেখেছে! খুব? আমার থেকেও…
তাহলে ভালো থেকো তুমি তার সাথে।হয়তো আমি ভালো রাখতে পারিনি।
( ছবি:- সংগৃহীত)
তবে, আমাকে ছেড়ে তুমি অন্যের কাছে গিয়ে আমার ভালোবাসাকে হারিয়ে দিয়েছো ঠিকই,
কিন্তু আমার মতো তাকেও যদি একদিন ছেড়ে যাও…
তাহলে জেনে রেখো, তুমি ভুল ছিলে।
হেরেছো তুমি। আমি নয়।
আমি প্রেমিকার সবটুকু দায়িত্ব এবং কর্তব্য পালন করেছি,
কারন আমি যে সত্যিই তোমাকে ভালোবেসেছি।
আর ভালোবাসার কাছে নিজে হেরে এবং তোমাকে জিতিয়ে আরও বড়ো সত্য ভালোবাসার রচনা গড়ে তুলেছি।