টুকরো কথা ১

সহসা সূর্যাস্তের কোনো এক মূহুর্তে,

ক্ষণিকের কনে দেখা আলো

মাখিয়া সারা শরীর মন জুড়ে,

দেখেছিনু তাকে অন্তিমের পলক ফেলিতে।

আস্তরণের আচ্ছন্ন হইয়া ,

তহারে সপেছি মোর শেষ নিবেদন,

সপেছি মোর শেষ বাণী,

সপেছি বিদায়ের বিভেদিত অক্ষরমালা।

আজ শত ক্ষণ যেন শত বর্ষ সমান,

স্তম্ভের ন্যায় সময়ের কঠিনতা

খন্ডায় ধমনীর উৎশৃঙ্খল অনুভূতি,

তাহারে দেয় অমর করিয়া,

মোর প্রতিটি কোশে-কোশে…

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *