তোকে ঘিরে আমার লেখা প্রথম কবিতা,
তোকে ঘিরে আধাভর্তি ডায়েরীর পাতা॥
তোকে ঘিরে মনের ইচ্ছা স্বপ্নউড়ান,
তোকে ঘিরে ক্যানভাসে রঙ তুলির টান॥
তোকে ঘিরে অনেক স্মৃতি আজও মনে পড়ে,
তোকে ঘিরে শুকনো গোলাপের পাপড়িগুলো ঝরে॥
তোকে ঘিরে ইচ্ছাগুলো হতে চায় ঢেউ,
আমার আমিকে খুঁজে কি দেবে নতুন করে কেউ?