লেখক, তুমি বড্ড ভালো লেখো
তাই তোমার খাতায় আমার স্থান নেই,
তুমি রিয়ালিস্টিক প্লটই শুধু দেখো
আমার পুরোনো দিনের গল্প লেখো কই?
তুমি নাকি ভীষণ ভালো আঁকো?
কই আমার ছবি ফুটতে দেখি না তো?
তুমি আর্টিস্টিক ছবির খোঁজে থাকো
আমার ছবি বড়ই সেকেলে, না? তাই কদর নেই অত।
আমি গ্রীষ্মদিনের দহন জ্বালায় পুড়ি
তুমি শীততাপ-যন্ত্র বেষ্টিত
কাঠফাটা রোদে ঝলসে যায় চোখ, শুকায় মঞ্জরী,
আমি আগুনে আবৃত।
আমার একলা হাঁটার দিনগুলো আজ প্রিয়
তোমার হাতটা ছোঁয়ে না আমায়,
আমার খোঁজ, তুমি পারলে কমই নিও
আমি ভালো আছি নিজের মতো থাকায়।
তুমি আজও ভাব আমি বড্ড দুঃখ পেলাম
তোমার ধারণা আমি লিখি না আর
ভুল ধারণা, আমি নতুন হয়ে এলাম
আমার কলমে এখন অনেক ধার।
ভাবছ তুমি, আমি কেবল দুঃখ লিখি
আমার কলম কেবল বুঝি কান্না ঝরায়
তুমি জানো না, আমি স্বপ্ন দেখতে শিখি
আমার কলম এখন অনেক রঙ ছড়ায়।
আচ্ছা, তুমি কি ভাবো আমি আজও ভীষণ কষ্ট পাই?
তুমি কি জানো অভ্যাস তুমি নও আর?
আমি তোমায় ভুলেই এখন থাকতে চাই
চেষ্টা আমি করবো না, ইচ্ছা নেই তোমায় ফিরিয়ে আনার
লেখক, তুমি একাই শুধু লেখক নও
ভুলে যেও না, আমার কলম চলবে একই জোরে
যেতেই পারো চলে, আর সে তুমি গেছও
শুধু মনে রেখো, গল্পটা আমি লিখবো নতুন করে।
তুমি ভাবছ, কি আর লিখবে! সেই তো একই কথা
তবে শুনে রাখো, নতুন গল্পে দুঃখ নেইকো মোটে
নেই স্মৃতি, নেই প্রেম, আর নেই পুরোনো ব্যাথা
আমার নায়িকা স্বপ্ন দেখে রোজ, তার মনেও স্বপ্নফুল ফোটে।