তখন শেষ বিকেলের সূর্য
গোধূলি রাঙানো আলো
পাখিদের নীড়ে আসা
দিনের শেষ ভালোবাসা।
কখনো রামধনূ ছুঁয়ে যায় দিনান্ত
ঢাকে আকাশের সীমান্ত
এ ছবি রোজ নিত্য নিত্য।
চারদিকে রাতের আবাহন
ঘরমুখি জনপদের অবগাহন
তখনো রয়ে যায় একা এ মন
খোঁজে তার পরম স্বজন।
সায়াহ্ন চলে যায়,আসে আঁধার
আকাশের বুকে খেলে চাঁদ,তারাদের বাহার
এখনো জেগে রয় মন, মেলায় হিসেব
চাওয়া না পাওয়ার বোঝে না সে অন্তর।
তার চাওয়ায় নেই শেষ
নিতে চায় পাওয়ার সবটুকু রেশ।।
বিকেলের সূর্য
Facebook Comments Box