কি ভাবছো…
ভুল করেছো, তাই তো?
এই যে তুমি, যাকে নিজের থেকেও
বেশি ভালোবেসেছো, ভরসা করেছো, বিশ্বাস করেছো,
সে-ই তোমায় ভুল প্রমাণ করে চলে গেছে।
এবার নিজের মনকে প্রশ্ন করো তো,
তুমি কি ভুল করেছো?
সবার উপরে সত্য কথাটা কি জানো…
নিজের থেকে কাউকে বেশি গুরুত্ব দিয়েছো তো সব শেষ।
তবে এটা ঠিক ,সবাই এক হয় না।
তবে কি জানো?
প্রায়জনই এক…
এখন ভাবলে কষ্ট হচ্ছে?
যে তোমায় এতটা বিশ্বাস করিয়েছিল যে,
সে তোমাকে ছাড়া আর অন্য কাউকে নিয়ে সুখী হতে পারবে না,
সে আজ অন্য কাউকে নিয়ে দিব্যি বেঁচে আছে কিভাবে!
কেন? বাঁচতে পারবে না কেন?
কারন কি জানো,
আমরা সবাই অভিনয় ব্যস্ত।
যে যার মতো অভিনয় করে যাচ্ছি প্রতিনিয়ত।
হয়তো তোমার সাথে সে যত দিন ছিল,
তোমার সাথেও সে সমানে অভিনয় করে গেছে।
আসলে আমরা বোকার মত সবাইকে বিশ্বাস করে যায়,
কিন্তু, বিশ্বাস রাখার দায়িত্বটা থাকে ক’জনের?
যার জন্য তুমি একদিন সারা পৃথিবীর সাথে লড়াই করেছো
শুধুমাত্র তার ভালোর জন্য,
আজ সে তোমায় মিথ্যা প্রমাণ করে চলে গেছে।
কোনো ব্যাপার না!
সে মিথ্যা হতে পারে,
কিন্তু তুমি? তুমি কি মিথ্যা?
কিংবা কোনদিনই কি তার সাথে অভিনয় করেছো?
তুমি তো চেয়েছিলে সে ভালো থাকুক।
তাহলে তাকে ভালো থাকতে দেওয়াটাই কি সবথেকে বড় কথা নয়?
সে যেকোনো ভাবেই ভালো থাকুক না কেন,
তাকে ভালো থাকতে দেওয়াটাই তো উচিত।
তুমি তো বুকে হাত দিয়ে বলতে পারবে
তুমি কোনদিন মিথ্যে ছিলে না,আর আজও নয়।
কিন্তু সে,
সে কি পারবে,
জীবনে আর কোনোদিন তোমার সামনে এসে দাঁড়াতে?