সামলে থেকো তুমি, দূরে যাচ্ছি আমি
গতকাল গেছে আমার আবডালে, আমার ছায়ায়
আগামী দিনগুলো প্রতীক্ষায় রইলাম তোমার ভালো হওয়ায়।
তুমি সঙ্গে নিও তারে, আমি দেখব বারে বারে
বুঝব তুমি আগলে ছিলে
আমায় অবসারে!
ভালো থেকো, ভালো রেখো, ভালোবাসায় থেকো
মা জিজ্ঞাইলে “পুরোনো প্রেম গেছে ভুলে” বলে রেখো
আমার না হয় স্থান, কাল, তত্বাবধান আজ বদলাচ্ছে
আগামী টুকুর সাথে তবু তোমার স্মৃতিই রাখব!
হ্যাঁ আমি উন্মত্ত, আশাহত, বিরত হিসাবে নিজেকে মাখব
সংসার বাঁধতে আসিনি যে সব ভুলে থাকব।
দিনগুলো ফুরোচ্ছে
আশা? হায়! লাজে কাঁদছে
রাতের স্বপ্নগুলো সব মিথ্যে কথা বলছে।
সামলে থেকো তুমি, দূরে যাচ্ছি আমি
গতকাল গেছে আমার আবডালে, আমার ছায়ায়
আগামী দিনগুলো প্রতীক্ষায় রইলাম তোমার ভালো হওয়ায়।
আশায় আশায় প্রহর গোনা, সে তো একপাক্ষিক কষ্টের
তুমি তোমার জন্য সময় নাও
ভয় পেয়ো না সময় নষ্টের
ওঠা-পড়া, গড়ে ওঠা সম্বন্ধীয় তালে
এগোনোর তাগিদে তুমি বেঁধো না তোমায় অন্য কোনো জালে।
অভ্যেস অভ্যেসে হারায়, পরিবর্তনের অপেক্ষা মাত্র
সমতলে চলা কঠিন তাই বক্রতলেই বেঁধে রেখো তোমার গাত্র।
এটাও পড়ুন : তুমি আর আমাতে রইলে না
সামলে থেকো তুমি, দূরে যাচ্ছি আমি
গতকাল গেছে আমার আবডালে, আমার ছায়ায়
আগামী দিনগুলো প্রতীক্ষায় রইলাম তোমার ভালো হওয়ায়।
বাঁধন কেবল সম্পর্কের না, দুই অন্তরের সমষ্টি
দুই আত্মার মিলনস্থলে রয়ে যায় অন্তঃতুষ্টি।
ভিন্ন হয়েছি আমরা দুজন, দুই আত্মা ছিন্ন আজ
এক পশলা কান্না আসছে, গোপন করছি প্রশ্ন এলে!
আশায় নয় ভাষায় ডুবব উত্তর দিলাম প্রত্যুত্তরে।
সামলে থেকো তুমি, দূরে যাচ্ছি আমি
গতকাল গেছে আমার আবডালে, আমার ছায়ায়
আগামী দিনগুলো প্রতীক্ষায় রইলাম তোমার ভালো হওয়ায়।
পরিবর্তন গঠিত মানুষকেও নিমেষে ভাঙতে পারে, সে ক্ষমতা তার আছে
নিজেকে বদলে তুমি তোমার গল্প বেঁধে এসেছো আজ অন্যের কাছে
মিল অমিলের খেলা শেষে আমরা বলেছিলাম এক আমরা!
আজ যে শত অমিল মাঝে হন্যে হয়ে মিল খুঁজতে হচ্ছে, সেই এক তবে ছিল কারা?
ফিউচার প্ল্যান এখন ব্যাকডেটেড, মানুষ এখন বর্তমানে বাঁচে
আমি আজও সেকেলে রইলাম, যে বয়সকালের স্বপ্নে নাচে
ভালো মন্দ নির্বিশেষে আমি তোমাতেই বাঁচি
তুমি অন্য কারোর গল্পের কাহিনী, তবু আমি তোমাতেই ভালো আছি।
তবু বলি,
সামলে থেকো তুমি, দূরে যাচ্ছি আমি
গতকাল গেছে আমার আবডালে, আমার ছায়ায়
আগামী দিনগুলো প্রতীক্ষায় রইলাম তোমার ভালো হওয়ায়।