কি অদ্ভুত সমাপতন! বোধহয় বড্ডো বেশি সুখে আছে গালদুটো ইদানীং— তাই কলমটা অার চলছে না আগেরমত। কি জানি, এতটাও সুখে থাকা উচিত ছিল কিনা?(!) থিতু হয়েছে যন্ত্রণা, অার সঙ্গে সঙ্গে থমকে গেছে লেখাও। হাতের সাথে মস্তিষ্কের আজকাল বোঝাপড়ার বড্ডো অভাব; মুখ ফিরিয়েছে একে অপরের থেকে। মিলন হবে কতদিনে জানা নেই! শুধু জানা আছে যা, তা হল— অবক্ষয় অার অপচয়। যা একটু একটু করে জালবিস্তার করছে ক্রমশ… না, তাদের সময়জ্ঞান নেই; অসময়ের অতিথি তারা! এখন বেলা কেবল নিষ্ক্রিয়তার। ঘরময় দুমড়ানো-মুচড়ানো কাগজগুলো নীরবে মাথার হিজিবিজি জটগুলোর প্রতিনিধিত্ব করে চলেছে।
- এফ.এম.টা অন করতেই হঠাৎ― “সুখী গাল বোঝে না কবিদের অসুখ…”
Facebook Comments Box