কবিতা খুঁজছি
[responsivevoice]
এদিক সেদিক অনেক জায়গা ঘুরে
অনেক ভাবনা স্বপ্ন ভেঙ্গেচুরে
তোমার জন্যে দিয়েছিলাম পাড়ি
ভেবেছিলাম পৌঁছে যাবো তোমার বাড়ি
পথ হাঁটা আর হল না শেষ , ক্লান্ত হয়ে পড়ছি
পথের বাঁকে , গলির কোনে , কবিতা তোমায় খুঁজছি
কলকাতা , গ্রাম ,পাহাড় সাগর সর্বত্র গেলাম
হতাশা আর উৎসাহ এই দুই রকমই পেলাম
কেউ বলল হবে না তোর , মধ্যবিত্ত চাকরি দেখ
কেউ বলল হচ্ছে খানিক , এগিয়ে যা , আরেকটু শেখ
মন বলল কর, যদ্দিন তোর পকেট না হয় খালি
তাই কবিতা খুঁজছি তোকে , গড়িয়া থেকে বালি
আর কটা দিন, তারপর ব্যাস ইচ্ছে গুলোর মৃত্যু
corporate বা দশটা পাঁচটা কারুর পায়ের ভৃত্য
ছোট্ট শিশুর হুল্লোড় সব ছন্দ হয়ে থাকবে
গভীর রাতের ট্যাক্সির সিটে আনমনা মন জাগবে
যতদিন তবু নিজের মতন বাঁচছি
সেই কটা দিন ই কবিতা , তোকে খুঁজছি
[responsivevoice]