প্রিয় মন,
তোকে প্রথম দেখেছিলাম কলেজ কালচারালসে।
তোর নীল শাড়ি, তোর চোখের কাজল, তোর কপালের অবাধ্য চুল আর আমার চারপাশে একরাশ প্রজাপতির ওড়াউড়ি।
মনের ধুসর কল্পনায় রঙের প্রথম আঁচড় হয়ে তুই আমার প্রথম প্রেম।
তোর রূপের পুজারী অবশ্য নেহাতই কম ছিল না, তোর পাগল প্রেমিকের দলে আমি নেহাতই সাদামাটা।
তুই রাজকন্যে হলে আমি এক বাউন্ডুলে, তবু দুরুদুরু বুকে তোর সামনে দাড়িয়ে ছিলাম নিজের ভালবাসা উজার করে, কিন্তু তোর মন জুড়ে তখন অন্য কেউ, ফিরিয়ে দিলি তুই।
তবু আজও আমার গীটারে ঝড় তুলে তুই আমার একলা বিকেলের একমাত্র সঙ্গী, আমার বৃষ্টি ভেজা বিকেলের রবীন্দ্রসঙ্গীত…
কিন্তু ভাগ্যের ফেরে আজ এতগুলো বছর পেরিয়ে আবার তোকে ফিরে দেখা।
বদলে যাওয়া সময়ের স্রোতে ভেসে তোর শরীরে বাসা বাঁধা মারন রোগ নিয়ে তুই আজও আবার আমার সামনে, হাসপাতালের বিছানায় মিশে থাকা সাদা চাদর ঢাকা তোর শীর্ণ দেহ।
তোর সেদিনের সেই মনের মানুষ আজ অবশ্য অন্য পথের পথিক। তোর রুগ্ন চোখে এখন গভীর একাকীত্ব, তবু আজও তুই আমার রাজকন্যে। আচ্ছা আজও কি তোর একলা পথের সাথী করবিনা আমায়? অনেক সাহস নিয়়ে তাই আজ আবার তোর সামনে গিয়ে দাড়ালাম, একসাথে কিছুটা পথ চলার স্বপ্ন নিয়ে, তোর হাত ধরে।
আজ আর আমাকে ফিরিয়ে দিসনা।
প্লিজ!