মনকে রাঙিয়ে দিয়ে যারা ধরা দেয়না, সম্পর্কে না জড়িয়ে পালিয়ে যায় তাদের তো প্রবঞ্চক বলাও যায়না। এরা ধরা দিতে অনিচ্ছুক তাই উন্মুক্ত আকাশে উড়ে বেড়ায়। এমনকি ছেড়েও যায়না। কাছাকাছি থাকে কিন্তু অঙ্গীকারে বড় ভয় এই মানুষগুলোর। কিংবা এরা খুঁজে চলেছে “বেটার অপশন”! আর এই খোঁজার চক্করে জীবনের “বেস্ট” চয়েসকে দেখে ফেলার পরেও এরা খুঁজেই চলে আর হারিয়ে ফেলে সেই খাঁটি মানুষকে। হাত বাড়িয়ে দিলেও এরা উপেক্ষা করে অন্যদিকে হাঁটা লাগায়। তারা কখনো দূরে সরতে থাকলে আমরা অভিমানী চোখে অভিযোগ ভুলে এগিয়ে যাই তাদের দিকেই। কিংবা পিছিয়ে না এসে দাঁড়িয়ে থাকি একই জায়গায় তাদের ফেরার অপেক্ষায়। বহু চেষ্টার পরেও এস্কেপিস্ট মানুষগুলোকে ধরা যায়না। একসময় আমরা নিজেরাই হয়তো নিজেদের ভালো রাখার তাগিদে চেষ্টা করা থামিয়ে দি, কাছে যাবার পরিবর্তে দূরত্ব বাড়ানোর চেষ্টা করি। কষ্ট হয় তবু আমরা শুধুমাত্র অপশন হয়ে অন্যের জীবনে থেকে যেতে চাইনা। অন্যের কাছে আমাদের জন্য ভালোবাসা না থাকুক, নিজের জন্য নিজের কাছে অনেকখানি ভালবাসা রাখা আছে সেটা যখন মানুষ বুঝে যায় তখন যার প্রতি প্রবল দুর্বল তার বিরুদ্ধেও লড়াই শুরু করা যায়। যে ব্যক্তি প্রয়োজনের সময়ে পাশে থাকেনা সে যত প্ৰিয় মানুষই হোক না কেন তাকে বলা যায় আর কোনোদিন খোঁজ নেবার দরকার নেই। এভাবেই একদিন ভালবাসার প্রকাশ বন্ধ হয়ে যায় কিন্তু ভালবাসাটা মনের তলদেশে ঠিকই রয়ে যায়।
যারে যায়না ধরা
Facebook Comments Box