শহরটা অন্তরালে হয়তো কিছু বদলেছে―
এই শহর আজ শিল্প ভুলে চাকরি খোঁজে,
সবাই বলে, ‘শিল্প বেচে বাঁচতে শেখ।’
সবাই বলে, ‘শিল্পীদের আজ অনেক টাকা।’
সবাই বলে, ‘ডিগ্রী কোথায় তোমার শিল্পের?’
সত্যিই তাই,
এ শহর ছোটে অন্য শহরের পিছনে, তার সামনে কেউ, তারও সামনে কেউ…
সবাই একই রাস্তায় ছুটছে তো ছুটছেই…
নিজের শিল্প বেচতে ছুটছে, নিজের ডিগ্রী আনতে ছুটছে, নিজের বাঁচার জন্য ছুটছে।
আর এর মাঝেই সেই পুরোনো শহরটা নিজেকে বাঁচাতে চেয়ে ছুটছে।।