আত্মঘাতী স্বপ্নের নিরিবিলি বুকের ওপর
হাতড়িয়ে দেখি,
কোথায় যেন হেনস্তার রক্তাক্ত চাদর দিয়ে
জড়িয়ে রাখা হয়েছে বোবাকান্না।
একটা মন ভোলানো হলুদ আশ্বাসের
গোঙানি ছাড়ছে নিষ্ঠুর লাঞ্ছনায়।
চিতার ওপর পুড়ে ছাই হয়ে যাওয়ার থেকেও কষ্টকর,
দগ্ধ হয়ে প্রতিনিয়ত বেঁচে থাকা।
ঝরে পড়ে বেদনার বৃষ্টিপাত,
রাতদিন দ্বন্দ্ব চলে আবেগহীন স্পর্ধার।
প্রশ্ন বাড়ে দিন বাড়লে,
রোজ একটার পর একটা অনুসন্ধিৎসা জমা হয়,
তা কেবল ঝুলে থাকে এক ফালি আলাপের ভাঁজে।
ক্ষীণ হয় বেঁচে থাকা
বিরাম চিহ্ন পরে আলতো ঠোঁটে।
সকাল সাঁঝে দলিয়ে দিয়ে যায় চোরাবালি,
ঘুরেফিরে শুধু হানা দেয় মৃত্যুর ডাক,
গন্তব্য জর্জরিত হয় শেষ পথে;
কেড়ে নিয়ে চলে যায় মৃত্যু মনবাসনা ধেয়ে এসে।