আরও দূরের…
তুমি অনেকখানি বদলে গেছ,ঠিক কতটা বলতে পারব না। তবে অনেকখানি, এটুকু বলতে পারি,
এতটাও রাগ তো করতে না আমার উপর আগে,
এতটাও অভিমান করতে না তো।
আমার নাম্বারটা আজকাল তোমার ব্লক লিস্টে জায়গা খোঁজে, যখনই কিছু ঝামেলা হয়েছে,
বিশ্বাস কর, আগে তো এমনটা ছিলে না, আগে তো এতটা দূরের ছিলে না….
আজকাল বড্ড যেন দূরের হয়ে গেছ তুমি।
আমি সরে গেছি না তুমি ঠিক বুঝছি না।
আগে তো রাগ করলে এসে মান ভাঙাতে,
আজকাল দুজনেই এত ইগো নিয়ে থাকি যে ঠিকঠাক প্রেমটাও জমছে না।
তুমি বলেছিলে না, যে আমি দূরের… না গো, তুমিও অনেকটা সরে গেছ আমার থেকে।
আজকাল অভিমান করতেই ভয় লাগে মনে হয় সেই তো আসবে না তুমি,
মিথ্যা অভিমানে নিজেকে জড়িয়ে লাভ কী?
কালকে এত রাগ করলে ঘোরার আনন্দটাই নষ্ট হয়ে গেছিল,
সবাই হাতে হাত ধরেছিল,
আর আমার একলা হাত নিজের একাকীত্বটা যেন তোমার উপর অভিমানে জাহির করছিল।
” আহা লাল টুকটুকে রাঙা বউ যেন” কালকের হলুদ শাড়ী পড়ে সবাই এটাই বলছিল।
তুমি ছাড়া….
তপ্ত দুপুরে চোখে একরাশ অভিমান আর জল নিয়ে বেরিয়েছিলাম।
বাড়ী এসে কারোর চোখে চোখ রাখতে পারিনি, কী করে রাখব? আমার চোখে তো তখন তুমি।
সারাটা সময় কাল শুধু দোষ দিয়েই কাটালে,
আর শেষে ব্লক লিস্টে ঠাঁই পেল আমার মন।
জান, যখন তুমি চেঁচাচ্ছিলে তখন পিছনে বসা দিদি, ভাই আর সবাই দেখছিল।
এটা নাইবা করতে পারতে,
বড্ড লেগেছে।
বড্ড বদলে গেছ তুমি, গত কয়েকদিন তোমাকে বড্ড দূরের মনে হয়, কাল তো সবথেকে বেশি।
তোমার অভিযোগ আমি তোমাকে জানাইনা কিছু,
তবে আজ বলছি শোনো, তোমাকে জানিয়েই তোমার থেকে দূরে যাচ্ছি আমি।
ভেবেছিলাম প্রত্যাবর্তনটা সুখের হবে, ফিরে এসে কী হল?
তুমি আগের থেকে অনেক বদলে গেছ, অনেকটা।
ক্ষমা করে দিও।
দূরে গেলাম, কারণটা তুমি বদলে গেছ।
আরও দূরের…
কতটা দূরে গেলে দূরে যাওয়া যায়, জেনেছ কোনোদিন?
চোখের কাজলের আড়ালে ছলছল চোখটা দেখতেই পাওনি তুমি,
তাই বলছি, ভালো থেকো পারলে আরেকটু কাছে এস।
নইলে আরও দূরের….