বৃষ্টিতে জমা জলে নৌকাগুলো আর ভাসে না,
খেলার মাঠটাও বৃষ্টি ভিজে একা একা পড়ে থাকে নিঃশব্দে…
ছোটো-ছোটো পা’গুলো আর বৃষ্টিতে ছোটাছুটি করে না। আসলে তখন ওরা হোমওয়ার্কে ব্যস্ত ভীষণ, তাই বৃষ্টি ভিজতে পারে না!
যে ছেলেটা বৃষ্টি হলেই গিটার হাতে আসর জমাতো পাড়ার ক্লাবে,
সে আজকাল বৃষ্টির ছন্দে সুর না খুঁজে ব্যস্ত থাকে অফিস প্রজেক্টে।
সে আর বৃষ্টি শুনতে পারে না!
যে মেয়েটা বৃষ্টি হলে একছুটে চলে যেতো ছাদে,
সে আজ IT sector-এ পনেরো তলা উচু অফিসের কাঁচের জানলাটা দিয়ে বৃষ্টি দেখে,
তবে বৃষ্টি ছুঁতে পারে না!
আসলে, আজও আগের মতোই বৃষ্টি ঝেঁপে নামে শহর জুড়ে,
শুধু, আজকালকার মানুষগুলোই আর বৃষ্টি ছুঁতে পারে না…