কোনও একদিন
আকস্মিকভাবেই হারিয়ে যাবে
ডায়েরির এক কোণে
জমে থাকা, ধূলোমাখা স্মৃতিগুলো।
তখনও আমি নেশায় বুঁদ হয়ে
পড়ে রইব বিছানা আর পাশবালিশে।
আস্তে আস্তে হাল্কা হবে হৃদয়ের ওজন,
বরাবরের মতো গল্পোচ্ছলেই
দিনরাত্রির অঙ্ক কষবো রাত জেগে।
সময় মেলাবো রূপমের লিরিক্সে
আধপোড়া সিগারেট আর দেশলাই বাক্সে।
কোনও একদিন যোগ দেবো বেকারত্বের মিছিলে,
সামিল হবো সরকার বিরোধী আন্দোলনে।
ডিপ্রেশন কাটিয়ে একদিন ঠিক বাস্তব বুঝতে শিখবো,
তখন আশেপাশে আর প্রয়োজন পড়বে না,
চেনা হাতের স্পর্শানুভূতির।
কোনও একদিন ঠিক ভুলে যাবো,
রাত জাগা কথোপকথন, ঠোঁটে রাখা ঠোঁটের উষ্ণতা।
হয়তো পড়বে মনে, বৃষ্টিভেজা রাতের ওড়না আর কলার ভেজা প্রেম।
একদিন সমস্ত পিছুটান ভুলে
শহরকে দূরে ঠেলে ,
নিয়ন আলোয় মিশিয়ে দেবো নিজেকে।
তখন হাতড়ে খুঁজলেও আমায় পাবেনা
কবিতার শেষ স্তবকে।
তবু হঠাৎ দেখা হলে
আমি মুখ ফিরিয়ে নেব মরীচিকা ভেবে!
মরুভূমির পথ বড়ই দুর্গম!
দ্বিতীয় বার আর হাঁটতে চাইনা!