গল্প লিখব বলে আমি স্বপ্ন দেখেছি,
ছায়াপথ ধরে আমি অনেক হেঁটেছি,
মনের অতলে নিজের ইচ্ছে চিনেছি,
শুধু গল্প লিখব বলে…
গল্প লিখব বলে আমি শহর চিনেছি,
হেঁটে গেছি একা একা রেড রোড ধরে,
কুড়িয়েছি কৃষ্ণচূড়া বসন্ত বিকেলে,
শুধু গল্প লিখব বলে…
গল্প লিখব বলে আমি প্রকৃতি মেখেছি,
পাহাড়ের কোলে নিজেকে খুঁজেছি,
সমুদ্রস্নানের কালে ঢেউয়ের গান শুনেছি—
শুধু গল্প লিখব বলে…
গল্প লিখব বলে আমি কলম ধরেছি,
অনেক গল্পের অকালমৃত্যু দেখেছি,
তবু ডায়েরি জুড়ে শুধু বাস্তব এঁকেছি,
শুধু গল্প লিখব বলে…