আবেগ ছিল ভাব প্রকাশে, আজ সবই তা দেখনদারি,
যুগ বলেছে বাংলা তো নয়, ইংরিজিটা মেন্ডাটরি।
যুগের হাওয়ায় বিষম খেয়েই আজকে যারা বলছে “হ্যালো”,
কেউ দেখেনি ঘর পুড়িয়ে, “নমস্কার” কোথায় গেলো।
আবেগ ছিল ভাব প্রকাশে, আজ সবই তা ফ্যাশন-ট্রেন্ড,
রেলিং থেকে ঝাঁপ দেবে কাল বাংলা ভাষার সেন্টিমেন্ট(?)
এই সময়েও নভেল যারা গান্ডেপিন্ডে গিলছে রোজ—
খোঁজ রাখেনি, বইয়ের তাকে বাংলা ভাষা আজ নিখোঁজ।
আবেগ ছিল ভাব প্রকাশে, আজ সবই তা মিনিংলেস,
তাল মিলিয়ে চলতে দেখি, বাংলা বলার মেয়াদ শেষ।
তবুও বলি। বুক ফুলিয়ে। আবেগ আসে কোত্থেকে?
বাংলা ভাষা বইতে জানে শিরায় শিরায় প্রত্যেকের।
আজ যারা তাই মুচকি হাসিস, যা সরে যা, সরবি তো!
মরার পরেও বলবো, “আমি বাংলা বলেই গর্বিত।”