দূরত্ব আর সে…
ঝাপসা কাঁচে আবছা দূরের পথ,
যদিও দূরত্বটা বিষম আপেক্ষিক!
সেও আদতে কমার বাহানা খোঁজে,
শুধু কমতে গিয়ে ভুল করে ফেলে দিক…
দূরত্বরা ঠিক তোমার মতোই রাগী,
জেনো, ওদেরও কিন্তু মনখারাপ হয়…
তুমি আর দূরত্ব এক হয়ে যাও গোপনে,
শুধু ঝাপসা চোখে স্বপ্নেরা ভিজে যায়৷
অভিমানেদের যতই লুকোক চোখ,
যতই তোমায় আমার ‘কেউ না’ মানি—
তবুও জেনো, ভীষণ কাছের ভিড়েও,
স্যাঁতসেঁতে মন শুধু তোমারই সন্ধানী৷৷