ভালবাসা মানে আগে জানতাম দুটি মনের মিল
এখন দেখি সেটা শুধুই রেস্টুরেন্টের বিল
ভালবাসা মানে তুমি, আমি আর পাতাঝরা বৃষ্টির জল
এবার দুজনে মিলে একটা সেলফি তুলি চল!
ভালবাসা মানে এক কাপ চায়ে অনেক অজানাকে জানা
হ্যাংআউটের কোনো জায়গা থাকলে প্লিজ আমাকে জানা!
ভালবাসা মানে গড়ের মাঠে ফুচকা ও ঝালমুড়ি
হোআটসআপে একটা পিং কর, নইলে কিন্তু আড়ি…
ভালবাসায় কোনো স্বার্থ হয়না, হয়না কোনো শর্ত
ভালবাসা আছে সবজায়গায় স্বর্গ, পাতাল, মর্ত্য
ভালবাসতে এখনও ইচ্ছা করে,তবে সাহস হয়না আর
গরিবের কি বড়লোক হওয়ার নেই কোনো অধিকার?
এখন দেখি সেটা শুধুই রেস্টুরেন্টের বিল
ভালবাসা মানে তুমি, আমি আর পাতাঝরা বৃষ্টির জল
এবার দুজনে মিলে একটা সেলফি তুলি চল!
ভালবাসা মানে এক কাপ চায়ে অনেক অজানাকে জানা
হ্যাংআউটের কোনো জায়গা থাকলে প্লিজ আমাকে জানা!
ভালবাসা মানে গড়ের মাঠে ফুচকা ও ঝালমুড়ি
হোআটসআপে একটা পিং কর, নইলে কিন্তু আড়ি…
ভালবাসায় কোনো স্বার্থ হয়না, হয়না কোনো শর্ত
ভালবাসা আছে সবজায়গায় স্বর্গ, পাতাল, মর্ত্য
ভালবাসতে এখনও ইচ্ছা করে,তবে সাহস হয়না আর
গরিবের কি বড়লোক হওয়ার নেই কোনো অধিকার?
Facebook Comments Box