ভেবেছিলাম কোলবালিশ হব,
তোমায় জড়িয়ে রাখব ঘুমের মাঝে;
অশ্রুভরা দু’চোখ তোমার যখন,
মন কেমনে ভিজবো তোমার সাথে॥
ভেবেছিলাম শীতের চাদর হব,
তোমায় নিয়েই সকাল হবে শুরু;
কুয়াশাভেজা রোদ্দুর গায়ে মেখে,
তোমায় নিয়েই থাকবো আমি মেতে॥
ভেবেছিলাম চোখের কাজল হব,
যখন তখন থাকব দুচোখ ভরে;
সুখের ভাগে নাই বা তোমায় পেলাম,
দুঃখ যত সইব তোমার সাথে॥
ভেবেছিলাম লেখার কলম হব,
আমায় দিয়েই গল্প হবে শুরু;
পাতায় পাতায় হাজার প্রেমের ছবি,
নায়িকা হাজার, নায়ক হব অামি॥
ভেবেছিলাম চায়ের কাপ হব,
সকাল বিকেল তোমার ঠোঁটের ছোঁয়া;
ব্যস্ত দিনে হাজার কাজের ভিড়ে,
ধোঁয়ায় মিশে সঙ্গী তোমার রব॥
ভেবেছিলাম শুধুই তোমার হব,
চোখের তারায় আঁকব তোমার ছবি;
আবারও কখনও বৃষ্টি ভেজা রাতে,
গন্ধে তোমার শরীর জুড়োবো আমি॥