কথা হলো এই ,
হাতে একটা পদ্মফুল
কাস্তে কুপো মৃনতুল
যদিও শোরগোলে সমান সুর ,
আপনি হয়তো চিন্তামুক্ত
এখন আপনি বেজায় cool .
তবে , রূপ কথা লেখা এখনো বাকি,
এই ধরুন,
যাদের যাদবপুরে বাড়ি
তাদের কি হবে ?
গুছিয়ে পিন্ডি চটকে যাবে ;
মিমির সগৌরবে ।
পার্লামেন্টে শ্যুটিং শুরু,
নতুন গার্মেন্ট পরে ;
‘রঙ্গমঞ্চে পলিটিক্স’
দেখি তো দাদা , দাঁড়ান একটু সরে ।
বাসে দাঁড়িয়ে সেই একই কথা
কেউ উঠবে বলে ,
আপনি কানে কর্ড গুঁজে
এড়িয়ে যাবেন চলে ।
300 টাকার নোট বেরুবে
যদি হয় আবার টাকা বাতিল ।
তখন আপনার উল্টো সুর ,
শালা ! ডেমোক্রেটিক কাতিল ।
যাগ গে , এসব তো বাজে কথা,
উইকেন্ডে সরোবরে প্রেম নিবেদন
এটাই তো এখন ট্রেন্ড ;
ভেংচে মুখ সেলফি তুলে
বাবু করবে সেন্ড ।
সামনে আবার বর্ষাকাল ,
হর্নি হবে কবি ।
বর্ণদূষণ এগুলোও ,
রিলেটেবল সবই ।
ফ্রন্টে বাম বসবে নাকি ডান
এটা কি শুধুই প্রশ্ন ?
বিকল্প না দিলে খুঁজবেন কি করে
নির্বাচন আপনার দোষ ! No.
আবির এখন সবাই খেলে
ধুলো মাখানোর ছলে ।
বর্ণান্ধ হলে হয়তো বুঝতাম
রঙিনদের রং শুধুই প্রলেপ ।
এখন rum-এ গলা ভেজানো শ্রেয়
নিভিয়ে বাতির আলো
খারাপ যখন সবই ,
তখন কম খারাপেই চোখ ধোয়া ভালো ।
বি. দ্র. – কেও আবার গায়ে মাখবেন না এসব । এটা নিছকই শব্দবাজির খেলা , ওই দুদিনই দূষণ ছড়াবে । তারপর সব হাওয়া ।