ভোট চাই ভোট দাও,
দেনার হাওয়া এ চুল উড়াও;
মাসিক টাকা ঘরে এনে
চম্পা চামেলীর ভাত জোগাও;
রাস্তা-ঘাট এ ভষ্ম ভুল,
ঝড় বাদলা এ হুলুস্তুল
ওমুক দিদির তমুক খোকা
‘চিট ফান্ড’ এই মশগুল ;
‘উন্নয়ন’ কচলানি,
‘বাবু’ দের হয়রানি,
সাদা শাড়ি ছেঁড়া চটি
দাপায়ে মিথ্যে শহরখানি ;
কাল নাকি হবে নতুন ভোর,
অমাবস্যার রাতের পর,
দেখবো মেকি রাজার ভাঁড়ে
মনুষত্যের কেমন দর!
Writer: Manjima Sarkar